গঙ্গারামপুর :———-— শনিবার গঙ্গারামপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় মাঠে ফুটবল পায়ে মেরে দুইদিন ব্যাপি দিবারাত্রি ফুটবল টুর্নমেন্টের সূচনা করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস,বিশিষ্ট আইনজীবি চিরঞ্জীব মিত্র গঙ্গারামপুর ট্রাফিক ওসি রনজিৎ দাস,গঙ্গারামপুর থানার এসআই বিশ্বজিৎ বর্মন,প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক দিব্যেন্দু সরকার,প্রতিকার সংঘের অন্যতম কর্মকর্তা সুখেন্দু শেখর সরকার,মতিলাল সরকার আরো অনেকে।
বাঙালির প্রিয় ফুটবল খেলা দেখতে দুর্গাপুর,বোরডাঙ্গি,গোয়ালখাড়ি,ইন্দ্রনারায়নপুর কলোনী,নয়াবাজার,বজরাপুকুর,যাদববাটি,বাংলা পাড়া,সহ বিভিন্ন এলাকার প্রচুর ফুটবল প্রেমী মানুষের ভিড় জমে। খেলা ঘিরে বসে বিভিন্ন খাবারের দোকান। কলকাতা,কোচবিহার,শিলিগুড়ি,বর্ধমান,সহ নেপাল,ও বাংলাদেশ থেকে খেলায়াড়রা খেলায় অংশ নিয়েছেন।

