আইসিডিএস কর্মীদের নিয়ে সভা
গাজল ১৪ সেপ্টেম্বর গাজোল ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদনে গাজোল ব্লক প্রশাসনের উদ্যোগে আইসিডিএস কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় ।এই সভায় আইসিডিএস কর্মীদের উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও আইসিডিএস কর্মীদের কি কি সমস্যা রয়েছে সেগুলো শুনেন আধিকারিকরা। সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । সভায় উপস্থিত ছিলেন গাজোল বিডিও অরুণ কুমার সরদার গাজোল ব্লক সি ডি পি ও খোকন দত্ত গাজর ব্লক উৎকর্ষ বাংলার আধিকারিক গাজোল ব্লক আইসিডিএস এর সুপারভাইজার গণ।

