উত্তর দিনাজপুর জেলার নজর কাড়া বিগ বাজেটের পূজা গুলির মধ্যে অন্যতম করণদিঘী ব্লকের টুঙ্গিদিঘীর নেতাজীপল্লীর দূর্গা। পূজা।এই পূজা বিধায়ক গৌতম পালের পূজা বলে প্রচলিত এবছর নতু সংযোজন হল কারণ বিধায়ক গৌতম পালের স্ত্রী পম্পা পাল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি। তাই এবছর পূজা আকর্ষণ অন্যমাত্রার পৌছাবে।জন্ম অষ্টমীর পূর্ন তিথিতে পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণ ও ঢাকের বাদ্দির মধ্য দিয়ে ১০ তম বর্ষের খুঁটি পূজা দিয়ে এবছরের দূর্গা পূজা সূচনা হল।প্রতিবছর চোখ ধাদানো আলোকসজ্জার পাশাপাশি থাকে আকর্ষনীয় পূজা মন্ডপ এবছরও পূজা কোন খামতি নেই।এবছর কৃষকদের তুলে ধরতে কাথির শিল্পীদের দিয়ে তৈরি হবে পাট দিয়ে পূজা মন্ডপ যা দর্শনার্থীদের মন জয় করে নিবে বলে জানান বিধায়ক গৌতম পাল।প্রথা মেনে তৃতীয়ার দিনে বম্বে থেকে বহিরাগত শিল্পীদের উপস্থিতিতে পূজা মন্ডপের উদ্বোধন হবে।

