বালুরঘাট, ৫ সেপ্টেম্বর ——- স্কুল পড়ুয়াদের সাথে মিড ডে মিল খেয়ে ভিন্ন মেজাজে শিক্ষক দিবস পালন করলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার বালুরঘাটের কাটনা আদিবাসী কে এম এস বিদ্যাপীঠে দিনভর শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করেন সাংসদ। এদিন প্রথমেই সর্বপল্লী রাধাকৃষ্ণনের গলায় মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপরে বেশকিছুক্ষন ধরে স্কুল পড়ুয়াদের দ্বারা আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে স্কুল পড়ুয়াদের সাথে মাটিতে বসে মিড ডে মিল খেয়ে স্কুলের ৩২০ জন ছাত্র ছাত্রীর হাতে একটি করে কলম উপহার দিয়েছেন সুকান্ত। এদিন সুকান্তর সাথে বালুরঘাটের ওই আদিবাসী স্কুলে শিক্ষক দিবস পালনে হাজির হয়েছিলেন অভিনেতা কৌশিক রায়ও। যাকে ঘিরে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উন্মাদনাও যথেষ্টই লক্ষ্য করার মতো ছিল।
সাংসদ সুকান্ত মজুমদার বলেন, প্রথমে তিনি একজন শিক্ষক। তাই শিক্ষক দিবসের এই দিনটিকে একটু আলাদাভাবে পালন করতে শহর থেকে সামান্য দূরে আদিবাসী কে এম এস বিদ্যাপীঠকেই বেছে নিয়েছেন। খুদে ছাত্র ছাত্রীদের দ্বারা আয়োজিত নানা মনোজ্ঞ অনুষ্ঠান তাকে মুগ্ধ করেছে।

