মহানন্দা নদী থেকে নিখোঁজ থাকা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা :————–— । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের মিশন ঘাট এলাকায়। জানা গেছে মৃত ওই বৃদ্ধের নাম সাত্তান সিং। বয়স ৬০ বছর। বাড়ি মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন ওই ওই ব্যক্তি। এরপর আজ সকালে তার দেহ উদ্ধার হয় মহানন্দা নদী থেকে। পরিবারের দাবি গতকাল বিকেলে মহানন্দা নদীতে স্নান করতে গিয়েছিলেন ওই বৃদ্ধ। এরপর থেকেই আর খোঁজে পাওয়া যায়নি। আজ সকালে মিশন ঘাটে এলাকায় ওই বৃদ্ধের মৃতদেহ ভাসতে দেখা যায়।

Misoprostol is

It can be applied straight to the impacted locations, following the suggested dose tonerin and application frequency.

usually taken buccally (put between the cheek and also periodontals) or vaginally, relying on the doctor’s recommendation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *