গঙ্গারামপুর,২৬ অগাস্ট :—————
গঙ্গারামপুর থানা ও আশপাশ এলাকা থেকে বিভিন্ন সময় হারিয়ে গিয়েছিল গৃহবূধ থেকে শুরু করে গৃহস্থের মোবাইল।হারিয়ে যাওয়া মোবাইল ফেরৎ পেতে অনেকে আবেদন করেছিল গঙ্গারামপুর থানায়।মোবাইল হারানোর অভিযোগ পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে প্রায় ৩২ টি মোবাইল উদ্ধার করে। শনিবার দুপুর হতে গঙ্গারামপুর থানা চত্বরে পুলিশের তরফ থেকে ক্যাম্প করে প্রকৃত মালিকের মোবাইল তুলে দেওয়া হয়।
এদিন মোবাইল বিলি ক্যাম্পে হাজির হয়েছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে,অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার মহম্মদ নাসিম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীন ) ডেনডুপ শেরপা,গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য,গঙ্গারামপুর থানার আইসি শান্তুনু মিত্র এসআই পল্লব ঝা,বিশ্বজিৎ বর্মন,সমীর কর্মকার প্রমুখ।

