উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর পূর্ব তরঙ্গপুর থেকে হলদিবাড়ি পর্যন্ত রাস্তা বেহাল থাকায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষরা দাবি জানিয়ে আসছিল পাকা রাস্তা করার

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর পূর্ব তরঙ্গপুর থেকে হলদিবাড়ি পর্যন্ত রাস্তা বেহাল থাকায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষরা দাবি জানিয়ে আসছিল পাকা রাস্তা করার। সেই মোতাবেকে রাজ্য সরকার গ্রামবাসীদের কথা চিন্তা করে এই রাস্তাটি পাকা করার সিদ্ধান্ত নেয়। রাস্তার কাজও শুরু হয় কিন্তু এখানেই বিপত্তি। এই রাস্তা করার জন্য সিডিউলে যা রয়েছে তার কোন নিয়ম তোয়াক্কা না করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এখানে তার ইচ্ছামত কাজ শুরু করেন রাস্তার। আর সেখানে দেখা যায় চোপড়ার বালির বদলে রাধিকাপুরের বালি যেমন ব্যবহার করা হচ্ছে তেমনভাবেই বালি পাথর এবং সিমেন্ট মেশানোর যে রেশিও রয়েছে সেখানেও হচ্ছে নাকি গরমিল। আর এতেই গ্রামবাসীরা কবে ক্ষোভ এ ফেটে পড়ে। আজ গ্রামবাসীরা যখন রাস্তার কাজটি হচ্ছিল সেখানে তখন দেখতে পায় এই কাজটি চরম দুর্নীতি মাধ্যমে হচ্ছে আর সঙ্গে সঙ্গে তখন গ্রামবাসীরা এই রাস্তার কাজটি আটকে দেয়। গ্রামবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত সিডিউল অনুযায়ী এখানে কাজ না হবে ততক্ষণ পর্যন্ত এখানে ঠিকাদারি সংস্থাকে কাজ করতে দেওয়া যাবে না। ফলে রাস্তার কাজ শুরু হয়েও মাঝপথে আটকে গেল রাস্তার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *