গঙ্গারামপুর,২০ অগাস্ট দক্ষিণ দিনাজপুর :——–—
বর্তমান সময়ে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে যুবক থেকে খুদে পড়ুয়ারা। মোবাইল ব্যবহারে যথেষ্ট সুবিধা মিলছে। পাশাপাশি মোবাইলের অপব্যবহার হচ্ছে। স্বাভাবিক পড়ুয়াদের বিঞ্জানমনস্ক করে গড়ে তুলতে প্রতিবছর গনিত মেলার আয়োজন করে উত্তরবঙ্গ বিদ্যাভারতী পরিচালিত বিদ্যালয় গুলি। সেই লক্ষ্যে এদিন গঙ্গারামপুর সরস্বতী শিশু মন্দিরে জেলা বিঞ্জান মেলার আয়োজন করা হয়। উত্তরবঙ্গ বিদ্যাভারতী পরিচালিত সরস্বতী শিশু মন্দির ২০ টি বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর পড়ুয়া অংশ নেয়। বিঞ্জান মেলায় অংশ নেওয়া পড়ুয়া জল সংরক্ষণ,নদী পরিকল্পনার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা,চাঁদে চন্দ্রযান ৩,গোবর গ্যাসের ব্যবহার,সহ একাধিক মডেল তুলে ধরে। বিকেল হতে বিঞ্জান মেলা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে।
এদিনের বিঞ্জান মেলায় উপস্থিত ছিলেন,প্রাক্তন অধ্যাপিকা অশ্রুকণা দত্ত,দক্ষিণ দিনাজপুর জেলা সন্তোষ কুমার বিশ্বাস,গঙ্গারামপুর সরস্বতী শিশু মন্দিরের সম্পাদক অনিল চন্দ্র বিশ্বাস,উত্তরবঙ্গ বিদ্যাভারতী অর্পন পত্রিকার সম্পাদক তরুন কুমার সরকার,প্রাক্তন প্রধান আচার্য বলরাম কুমার দাস,সরস্বতী শিশু মন্দিরের আচার্য নির্মল ঘোষ প্রমুখ।
সরস্বতী শিশু মন্দিরের পরিচালন সমিতির অন্যতম সদস্য তথা প্রাক্তন আচার্য বলরাম দাস বলেন,শুধু শিক্ষক,শিক্ষিকা কিংবা একজন আধিকারিক হওয়া নয়। ভবিষ্যতে ছাত্র,ছাত্রীরা যাতে বৈঞ্জানিক হতে পারে সেজন্য বিঞ্জান মেলার আয়োজন। সরস্বতী শিশু মন্দির স্কুলে পরিচালন সমিতি সম্পাদক জানিয়েছে, এমন বিজ্ঞান চিত্রটার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মনে বিকাশ ঘটবে তাই আমরা এমন আয়োজন করেছি। আগামী দিনেও করে যাব। বিজ্ঞান মেলার আয়োজনে অংশগ্রহণ করে দুই ছাত্রী জানালেন,এর ফলে অনেক অর্থেই আমরা আগামী দিনের বিজ্ঞান চিন্তা ভাবনায় এগিয়ে যাব। স্কুলের বিজ্ঞানমেলা অংশগ্রহণ করা দুই ছাত্রীর অভিভাবক গৃহবধূরা স্কুলের এমন চিন্তা ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন অনেক ছাত্র-ছাত্রী এর ফলে উপকৃত হবে। সরস্বতী শিশু মন্দির স্কুলের তরফে হাইস্কুল পাড়ার স্কুলের মধ্যে অবস্থিত বিজ্ঞান মেলায় দেখতে ভিড় হয়েছিল ব্যাপক।

