মালদা, ১২ আগস্ট। । ২১-৫ ভোটে বিরোধীদের পরাজিত করে তৃনমূল। শনিবার দুপুরে মিলকি গ্রাম পঞ্চায়েতে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে এই পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়। অবশেষে সিপিএম, কংগ্রেস এবং অন্যান্য দলের সমর্থন নিয়েই মিলকি গ্রাম পঞ্চায়েত গঠন করে তৃণমূল।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মিলকি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা রয়েছে ২৬টি। এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১১টি আসন । কংগ্রেস পেয়েছে সাতটি।
সিপিএম পেয়েছে দুইটা। বিজেপি পেয়েছে তিনটি এবং তিনটি আসন পেয়েছে নির্দল।
এবারে মিল্কি গ্রাম পঞ্চায়েতটি ত্রিশঙ্কু হয়েছিল । প্রথম থেকেই এই গ্রাম পঞ্চায়েত দখল করতে মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল। তবে আশঙ্কা ছিল তৃণমূলের একাংশ নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিয়ে বোর্ড গঠন করতে পারে বিরোধীরা। কিন্তু বিরোধীদের সম্পূর্ণ পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে তৃণমূল। বিরোধীদের সমর্থন নিয়ে মিল্কি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস। প্রধান হয়েছেন মহসিনা বিবি এবং উপপ্রধান হয়েছেন সান্তনা পোদ্দার।
মিল্কি গ্রাম পঞ্চায়েত অঞ্চল কমিটির নেতা তথা ইংরেজবাজার ব্লক কমিটির সহ-সভাপতি মনোজ পোদ্দার জানিয়েছেন, মিলকি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু ছিল । তবে এদিন বোর্ড গঠনের সময় আমরা সেটি গঠন করতে পেরেছি। বিরোধীদের কিছু নির্বাচিত সদস্যরা তৃণমূলকে সমর্থন জানিয়েছেন । ভোটাভুটির মাধ্যমে ২১ টি ভোট পেয়ে তৃণমূল বোর্ড দখল করেছে। আমরা সকলকে সাধুবাদ জানাচ্ছি। গ্রামীন এলাকায় উন্নয়নের দিকে লক্ষ্য রেখে বিরোধী দলের কিছু পঞ্চায়েত সদস্য তৃণমূলকে সমর্থন করেছে। তাতেই মিল্কি গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করেছে তৃণমূল কংগ্রস।

