বালুরঘাট, ৯ জুলাই:——
ভোট পরবর্তী হিংসা নিয়ে সুকান্তকে গ্রামে ঢুকতে বাধা পুলিশের। ব্যাপক উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের হযরতপুর গ্রাম পঞ্চায়েতের কাদমা এলাকায়। রবিবার সকালে ওই এলাকায় হিংসাত্মক ঘটনার খবর পেয়ে ছুটে যেতেই গ্রামবাসীদের আর্তনাদের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যা দেখে কিছুটা হতচকিত হয়ে পড়েন রাজ্য সভাপতি। এদিকে হাতের কাছে এলাকার সাংসদ কে পেয়ে রাতভর দুস্কৃতিদের তান্ডবের আতঙ্ক শুনিয়ে কেদে ফেলেন মহিলারা। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের অভিযোগ, শনিবার রাত থেকে এলাকায় বোমাবাজি ও মুর্হুমুর্হু গুলির আওয়াজ শুনছেন তারা। পাওয়া গিয়েছে গুলির খোলও। যাকে ঘিরেই এদিন সকাল থেকে তুমুল আতঙ্ক ছড়ায় এলাকায়। এখানেই শেষ নয়, স্থানীয় বিজেপি কর্মীদের প্রাণ নাসের হুমকিও দেওয়া হচ্ছে বলে সুকান্ত কে অভিযোগ জানিয়েছে বাসিন্দারা। তৃণমূল আশ্রিত দুস্কৃতিরাই ভোট লুট করবার পাশাপাশি গতকাল রাত থেকে এই তান্ডব চালিয়ে চলেছেন বলেও অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। এদিন সকালে যেসব খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। চলে পুলিশ আধিকারিকদের সাথে তুমুল বাগবিতন্ডাও। যাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় তপনের কাদমা এলাকায়।
বিক্ষোভকারী দুই মহিলা বলেন, তৃণমূলী হার্মাদদের ছাপ্পার জেরে তারা ভোট দিতে পারেননি। রাতে তাদের বাড়িঘর ভাঙচুর, বোমাবাজি, গুলি এসব চালিয়েছে। যার জেরে চরম আতঙ্কে রয়েছেন তারা।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন পরিস্থিতি খুবই সাংঘাতিক রয়েছে। ঘটনা নিয়ে কেন্দ্রীয় এস টি ও এস সি কমিশনের দ্বারস্থ হচ্ছেন তিনি। এছাড়াও এই এলাকার সাধারণ মানুষদের গণ স্বাক্ষর নিয়ে বিডিওর কাছে রিপোল করবার দাবিও জানানো হবে।

