মালদা, ৩ জুলাই :———— বিজেপিকে ধরাশায়ী করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করেই নির্বাচনী প্রচারে নেমেছে কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের ৭৫ নম্বর বুথের তৃণমূল প্রার্থীরা। বিগত দিনে ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল। কিন্তু এবারে অংকটা সম্পূর্ণ উন্নয়নের জন্যই বদলে গিয়েছে বলে দাবি কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রার্থীদের।
সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল দলের প্রার্থী ধরমবীর পাশোয়ান, মমতা নিয়োগী, সঞ্জু দাস, প্রতিভা সিংহরা জানিয়েছেন, বিগত দিনে এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় থেকে কোনও উন্নয়ন করতে পারে নি। এলাকার রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে ফলে। মানুষ এখন অসন্তুষ্ট। এলাকার মসজিদ পাড়া, মহালদার পাড়া,ভেসপারার বাসিন্দারা তৃণমূলকেই পঞ্চায়েতে চাইছে। তাই এখন থেকে আমরা বিপুল ভাবে মানুষের সমর্থন পাচ্ছি। বাড়ি বাড়ি প্রচারে গেলে মহিলা ভোটারেরা লক্ষী ভান্ডারের কথা বলছেন । বিরোধীদল বিজেপি, কংগ্রেস, সিপিএমের কাছে তৃণমূলের বিরুদ্ধে কোন অভিযোগ করার মত কিছু নেই। বরঞ্চ বিরোধী দল গুলির কাছেই মানুষ কৈয়ফত চাইছে। এবারে কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত টি এখন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দখল করবে তৃণমূল, এমনই দাবি স্থানীয় দলীয় প্রার্থীদের।

