মালদা :——–—
জানা গেছে আক্রান্তরা হল রাজু মন্ডল, তার স্ত্রী বজন্তি মন্ডল এবং বিশাখা মন্ডল। বর্তমানে বিশাখা মন্ডলের চিকিৎসা চলছে গাজোল গ্রামীণ হাসপাতালে। বাকি দুজন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় বৃহস্পতিবার রাত্রে রাজু মন্ডলের বাগানে আম চুরি করতে আসে নিমাই মন্ডল। এই ঘটনার প্রতিবাদ করেছিল রাজু মন্ডল। প্রতিবাদ করায় রাজু মন্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীকে মারধর করতে দেখে এগিয়ে আসে বজন্তি মন্ডল এবং তার শাশুড়ি বিশাখা মন্ডল। তাদেরও মারধোর করা হয় বলে অভিযোগ। রাতেই আক্রান্তদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় রাজু মন্ডল এবং তার স্ত্রী বজন্তি মন্ডলকে। জানা গেছে এই ঘটনায় গাজল থানায় নিমাই মন্ডল, নিখিল মন্ডল সহ তিন জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

