হরিশ্চন্দ্রপুর,১২ জুন:—- রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন ঘিরে অপৃতকর ঘটনা ঘটলেও হরিশ্চন্দ্রপুর প্রসাশনের উদ্যোগে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ও দুই নম্বর ব্লকে নির্বিঘ্নে চলছে পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন । নমিনেশন করতে সমস্যা হলে সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু নিজে হস্তক্ষেপ করে সমস্যা সমাধান করছে।এমন ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের কেমেরায় সোমবার দিন থেকে মনোনয়ন জমার আগে কেন্দ্র থেকে জারি হয়েছে ১৪৪ ধারা।রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী। মনোনয়নকে সামনে রেখে ১ নম্বর ও দুই নম্বর ব্লক দপ্তর জুড়ে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
কেন্দ্রে প্রবেশের মুখে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন
তৃতীয় দিনেও তৃণমূলের প্রার্থী তালিকা সামনে না আসার ফলে মনোনয়ন কেন্দ্রে দেখা নেই শাসকদলের প্রার্থীদের।শুরুর দিকে লাইনে দাড়িয়ে ডিসিআর কাটতে দেখা গেল গুটিকয়েক বিরোধী দলের প্রার্থীদের।
হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু বলেন কোন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে অসুবিধা যেন না হয়,তার জন্য আমার তৎপর।

