গঙ্গারামপুর ৬ই জুন দক্ষিণ দিনাজপুর —— পরিবারে অভাব ছিল, তাই ভিন রাজ্যের কাজে গিয়েই সংসার পরিচালনা করতে চেয়েছিল সীমান্ত এলাকার যুবক ছেলেটি। পরিবারে এক ভাই বাবা মা, আত্মীয়-স্বজনকে নিয়ে তাদের সংসার। চেন্নাই যাবার পথে উড়িষ্যার বালাসরে ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সীমান্তবর্তী এলাকার লালচান্দপুরের যুবক সুমনের বর্তমানে তার খোঁজ পাওয়া যায়নি। উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় কাটছে পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজন ও এলাকার মানুষজনদের। পরিবারের লোকজনদের পাশাপাশি, সকলেই চাইছেন ছেলেকে একবার দেখতে। এদিন গিয়ে দেখা গেল নিখোঁজ ছেলেকে একবার যেন চোখের দেখায় দেখতে পেতে ভারাক্রান্ত সকলের মন। এই নিয়ে দেখুন স্টার সংবাদের এক্সক্লুসিভ প্রতিবেদন।

