বামনগোলা:—————– পাকা রাস্তার দাবী জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামবাসীর। পাশাপাশি ভোট বয়কটের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। উল্লেখ্য ভোট আসে ভোট যায় তাও তাদের সমস্যা সমাধান হয় না। এমনি পাকা রাস্তা দাবি জানিয়ে মালদা এর বামনগোলা ব্লকের মহেশপুর এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ বহুবার বিভিন্ন মহলে জানিও এমনকি নেতা-মন্ত্রীদের জানিয়েও কোনো লাভ হয়নি , এমনকি ঐ রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর লোকের আনাগোনা হয়। বর্ষার সময় ঐ রাস্তা পুকুরে পরিনত হয়।
তাই এবার পথে নেমে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। স্থানীয় সূত্র জানা গেছে মহেশপুর থেকে আমড়াতলী পর্যন্ত কাটরাগাছি এলাকায় রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তাই এবার পাকা রাস্তা দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা।তারা এদিন ঐ রাস্তায় ধানের চারা গাছ রোপণ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিষয়ে এলাকাবাসী জানিয়েছেন।

