শুক্রবার সন্ধ্যায় ইংরেজ বাজারের পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পুড়ালো। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সভাপতি পার্থসারথি ঘোষ , রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় , যুব মোর্চা দক্ষিণ মালদার দায়িত্ব প্রাপ্ত সভাপতি রাজিব চম্পোটি সহ আরো বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিল। পোস্ট অফিস মোড়ে রাস্তার উপরে বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখায় যুব মোর্চার সদস্যরা, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশো পুতুলও পুরানো হয়।। বাংলা থেকে কোনমতেই দা কেরালা স্টোরিকে বন্ধ করা যাবে না মূলত এই দাবী ছিল আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির মূল উদ্দেশ্য।

