মালদাঃ—–মালদার হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে আয়াপনা।মঙ্গলবার হঠাৎ দুপুরে পরিদর্শনে আসেন জেলা শাসক,মঙ্গলবার হঠাৎ হবিবপুর ব্লকের, হবিবপুর ফার্মার্স প্রডিউসার কোম্পানির তরফে করা হছে আয়াপান চাষ। হঠাৎ মালদার জেলাশাসক নীতির সিংহানিয়া হাজিরহয় সেখানে।জেলা শাসক হবিবপুর ব্লকের লাঙ্গন ভাঙা মাঠে গিয়ে আয়াপান কি ভাবে চাষ হছে তা ঘুরে দেখেন।
এবিষয় ম্যারেজিং ডিরেক্টর আনন্দ মৃর্ধা বলেন, আয়াপনা হচ্ছে একটি ঔষুধি ভেষজ যা বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হবিবপুর ফার্মার্স প্রডিউসার কোম্পানির উদ্যোগ এবং সহযোগিতায় হবিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করা হচ্ছে আয়াপনা। সেই সমস্ত বিষয় জানতে হঠাৎ পরিদর্শন করেন জেলাশাসক এবং এই চাষের বিভিন্ন করবেন বলে জানিয়েছে । উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আনন্দ মৃধা, চেয়ারম্যান বিভূতিভূষণ মন্ডল, চিফ এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ দে এবং জৈব কৃষি বিশেষজ্ঞ অনিল সরকার। আগামীতে শুধু হবিবপুর নয় জেলার বিস্তীর্ণ ব্লক জুড়ে চাষ করা হবে আয়াপনা বলে আশা প্রকাশ করেন ওই কোম্পানির কর্মকর্তারা।

