গোপন সূত্রে খবর পেয়ে একটি আগ্নেয়াস্ত্র ও অবৈধ কাগজ বিহীন গাড়ি সহ এক যুবকে গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ। অভিযুক্ত যুবকের কাছ থেকে একটি গুলি সহ দেশী পুস্তল উদ্ধার হয়। যদিও বিরোধী নেতাদের অভিযোগ বুনিয়াদপুর শহর জুড়ে ফেনসিডিল ও ড্রাগস বিক্রেতেও জড়িত এই যুবক। মঙ্গলবার অভিযুক্তকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।
পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবকের নাম শরিফুল রহমান বয়স ২৯ বছর, বাড়ি বুনিয়াদপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড রশিদপুর এলাকায়। সোমবার সন্ধ্যায় পুলিশের কাছে খবর আছে কুসুমন্ডির দিক থেকে এক দুষ্কৃতী চার চাকার গাড়ি চালিয়ে বুনিয়াদপুরের দিকে আসছিল। বংশীহারী থানার আইসি নির্দেশে কর্তব্যরত পুলিশ নারায়নপুর রাজ্য সড়কে স্পেশাল নাকা চেকিং শুরু করে। নারায়ণপুর এলাকায় গাড়িটি আসতে তাকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। চালকের কাছ থেকে একটি দেশি পিস্তল সহ একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়। চার চাকা গাড়িটিরও কোন বৈধ কাগজপত্র ও লাইসেন্স পর্যন্ত ছিল না। এরপরে ওই যুবককে আগ্নেয়াস্ত্র ও গাড়ি সহ থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার অভিযুক্ত যুবককে নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে সাত দিনের পুলিশি হেফাজ চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে। আদালত ঐ যুবককে তিন দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেয়।
যদিও বিরোধী বিজেপি ও সিপিএম দলের নেতাকর্মীদের অভিযোগ পুলিশের সঙ্গে অভিযুক্ত দুষ্কৃতীর যোগ সাজেশন রশিদপুর এলাকার বাসিন্দা শরিফুল রহমান বেশ কয়েক বছর ধরে বুনিয়াদপুর শহর এলাকায় ড্রাগস, ফেনসিডিল ও টেবলেট সহ বিভিন্ন ধরনের নেশার সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত। চার চাকা গাড়িতে করে বাড়ি বাড়ি ও স্কুল-কলেজে ও পৌঁছে দিত ড্রাগস ফেনসিডিল সহ এছাড়া আরো বিভিন্ন নেশা সামগ্রী। এতদিন পুলিশ নিশুতি থাকলেও কুখ্যাত দুষ্কৃতী শরিফুলকে আগ্নেয় অস্ত্রসহ গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ।
এ বিষয়ে বিজেপি টাউন মন্ডল সভাপতি দিপেশ বসাক জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে শরিফুল বুনিয়াদপুর শহর এলাকায় চার চাকা গাড়িতে করে ঘরে ঘরে ও স্কুল কলেজে পৌঁছে দিতে ড্রাগস, ফেনসিডিল, ট্যাবলেট এছাড়াও আরো বিভিন্ন নেশার সামগ্রী। এতদিন পুলিশ নিশুতী থাকলেও হঠাৎ শরিফুলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বংশীহারী থানার পুলিশ। আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।
এই বিষয়ে সিপিআইএম নেতা শুকরুদ্দিন আহমেদ জানিয়েছেন, আমরা জানতে পারলাম বংশীহারী থানার পুলিশ কুখ্যাত দুষ্কৃতী শরিফুলের কাছ থেকে একটি গুলি সহ দেশি পিস্তল উদ্ধার করে। এছাড়াও ড্রাগস ও ফেনসিডিল বিক্রির সঙ্গে জড়িত এই যুবক। আমরা চাই অতি দ্রুত পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক। বুনিয়াদপুর শহরকে ড্রাগস মুক্ত করুক।
যদিও এ বিষয়ে বুনিয়াদপুর টাউন তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কমল সরকার জানিয়েছেন, পুলিশ অতি দ্রুততার সাথে শরিফুলকে অ্যারেস্ট করেছে। যদি সে সত্যিই দোষী হয় তাহলে পুলিশ তার উপর যথাযথ ব্যবস্থা নিক সেটাই আমরা চাই।
এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকার দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন গোপন সূত্র খবর, এই দুষ্কৃতি বহুদিন যাবত নেশা জাতীয় দ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। খবর পেয়ে নাকা চেকিং বসিয়ে গাড়িটিকে আটক করা হয়। তার কাছে একটি গুলি সহ দেশি পুস্তল উদ্ধার হয়। সঙ্গে চার চাকা গাড়িটির কোনো বৈধ কাগজ ও ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য তাকে নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। বিচারপতি তিন দিনের পুলিশি হেফাজত দিয়েছে।
এখন দেখার এটাই বংশীহারী থানার পুলিশ কি ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বুনিয়াদপুর পৌরবাসী।

