এক বিজেপির মেম্বার বিষ্ণু বর্মনেরভাইয়ের ছেলেকে গুলি করে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে .রাত ১ঃ৩০ মিনিট নাগাদতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেই পথেই মৃত্যু হয় তার .. মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদ গাতে.দিন সকাল ছটায় মৃতদেহ নিয়ে চলে যায় পুলিশ ..কি কারনে এমন ঘটনা এবং ওই যুবকের মৃত্যু নিয়ে রহস্য দানা বেধেছে কালিয়াগঞ্জ শহর এবং গ্রাম জুড়ে.এমন ঘটনা এ রীতিমতো শোরগোল পরেছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে.

