গঙ্গারামপুর,২৪ এপ্রিল :——–– পুলিশ জানিয়েছে মৃতের নাম শ্যামল এক্কা (৪২)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার বুড়িদিঘি বিরানই গ্রামে।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার বুড়িদিঘি বিরানই গ্রামের বাসিন্দা শ্যামল এক্কা। পেশায় তিনি শ্রমিক। বেশ কিছু দিন ধরে তিনি মানষিক অবসাদে ভুগছিলেন। গতকাল পরিবারের লোকজনের অলক্ষ্যে বিষ খেয়ে আত্মঘাতী হবার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসতে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। সোমবার গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

