রাস্তায় দুটি  ষাঁড়ের  মারামারি করতে গিয়ে একটি ষাঁড়  বাথরুমের ট্যাঙ্কির গর্তে পড়ে যায় 

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা – ২৪ এপ্রিল :————– এমন ঘটনা ঘটেছে গাজোল ব্লকের বাবুপুর অঞ্চলের শ্রীপুর গ্রামে । তড়িঘড়ি এলাকাবাসী ওই অঞ্চলের ভিলেজ পুলিশকে ফোন করা  মাত্রই তিনি এসে তড়িঘড়ি এলাকাবাসীর  সহযোগিতায় দড়ি বেঁধে জেসিপি  দিয়ে ষাঁড়কে উদ্ধার করার কাজ শুরু করে । এদিকে গাজোল থানার পুলিশ প্রশাসনকে খবর দিলে তাঁরা এসে উদ্ধার কাজে হাত লাগান  । দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার করা হয় ষাঁড়টিকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *