সরকারি রাস্তা তৈরি নিয়ে লক্ষ লক্ষ ইট লুটের অভিযোগ। স্থানীয়দের দাবি স্থানীয় তৃণমূল নেতারা সেই ইট তুলে নিয়ে যাচ্ছে। যদিও তৃণমূলের দাবি যদি কেউ এটি প্রমাণ করতে পারে তাহলে তার বিরুদ্ধে প্যাসিফিক কমপ্লেন করে একশন নেওয়া হবে। একই অভিযোগে সোড়ব হয়েছেন বামফ্রন্ট। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মহাবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।
বংশীহারী ব্লকের মহামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চোকাহার থেকে ডুমনিপাড়া ইলাসপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা রয়েছে। সেই রাস্তাটি বাম আমলে জেলা পরিষদের ddzp র ইট দিতে ডবল তাওয়া দিয়ে এই রাস্তাটি তৈরি হয়েছিল। তৃণমূল আমলে সেই রাস্তাটি 2021 সালে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে পিছের রাস্তা করা হয়েছে। উঠিয়ে ফেলা হয়েছে সেই রাস্তার ডবল তাওয়া ইট।
অভিযোগ সরকারি রাস্তা তৈরি নিয়ে লক্ষ লক্ষ টাকার ইট লুট হয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি স্থানীয় তৃণমূল নেতারা সেই ইট তুলে নিয়ে গিয়েছে।যদিও তৃণমূলের দাবি মহাবাড়ি অঞ্চলের ২১ টা সাংসদে প্রায় ৫৫ থেকে ৫৭ টালি ইট দেওয়া হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু জায়গায় দেওয়া হয়েছে এই ইট। এছাড়াও যদি কেউ এটি প্রমাণ করতে পারে তাহলে তার বিরুদ্ধে প্যাসিফিক কমপ্লেন করে একশন নেওয়া হবে।
একই অভিযোগে সোড়ব হয়েছেন বামফ্রন্ট। সিপিএম নেতাদের দাবি বাম আমলে জেলা পরিষদের ডিডিজেড পির ইঠ দিয়ে তৈরি হয়েছিল এই রাস্তা। প্রায় তিন কিলোমিটার এই রাস্তায় ডবল তাওয়া ইট দিয়ে এই রাস্তা তৈরি হয়। দাবি সেই ইট অঞ্চলের কোন এক ভালো কাজে ব্যবহার করা হোক। তা না হলে রাস্তা অবরোধ করে আন্দোলনে যেতে বাধ্য হবেন। সিপিএম নেতা জাহানদার হোসেন।

