দণ্ডি বিতর্ক! বালুরঘাটে প্রদীপ্তার গ্রেফতারি ও ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারণের জোড়ালো দাবি বিরোধীদের। পুরসভা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ১৮ এপ্রিল—–— আদিবাসী মহিলাদের উপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে প্রদীপ্তার বিরুদ্ধে জোড়ালো হচ্ছে বিরোধীদের আন্দোলন। মঙ্গলবার দণ্ডি কান্ডের ঘটনায় জড়িত মূল অভিযুক্তর শাস্তির দাবীতে বালুরঘাটে আন্দোলনে নামে বিজেপি। এদিন দুপুরে শতাধিক নেতা কর্মীদের সঙ্গে নিয়ে পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে বালুরঘাট টাউন বিজেপি নেতৃত্বরা। চলে পুরসভার সামনে বসে অবস্থান বিক্ষোভও। যে ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভকারীদের দাবি, দণ্ডি কান্ডের মূল নায়িকা প্রদীপ্তা চক্রবর্তীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে তার অপসারণ ঘটাতে হবে। একই সঙ্গে পুরসভার আরও একাধিক দুর্নীতি সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়েছে আন্দোলনকারীদের তরফে । যা নিয়ে এদিন পুর চেয়ারম্যান অশোক মিত্র কে একটি স্মারকলিপিও তুলে দিয়েছে বিজেপি নেতৃত্বরা।

সংগঠনের তরফে বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানিয়েছেন, প্রমোটারী রাজ চলছে বালুরঘাটে। বিভিন্ন কাজে দুর্নীতি সহ একাধিক অনিয়মে ভরে গেছে বালুরঘাট পৌরসভা । যার প্রতিবাদেই এদিন তাঁদের আন্দোলন । অবিলম্বে প্রদীপ্তা চক্রবর্তীর অপসারণ এবং গ্রেপ্তার না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও এদিন দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *