হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ১৮ই এপ্রিল :————— আগামী ২২শে এপ্রিল মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ উৎসব। এই ঈদে সারা মাস মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাঁরা একমাস রোজা করে থাকেন আর সেই রোজা সম্পূর্ণ হয় ঈদে, সেই ঈদ উৎসব অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব আনন্দের উৎসব ঈদ উৎসব যেন শান্তি ও সুষ্ঠুভাবে পালন হয় সেই বিষয় নিয়ে মোয়াজ্জেম ও ইমামদের সঙ্গে বৈঠক করলেন হরিরামপুর থানার পুলিশ প্রশাসন । এদিন হরিরামপুরের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে মোয়াজ্জাম ও ইমামদেরকে নিয়ে বৈঠক করা হয় ঈদ উৎসব শান্তি ও সুষ্ঠুভাবে পালন করার জন্য। যেখানে উপস্থিত ছিলেন, হরিরামপুর ব্লকের বিডিও পবিত্রা লামা, জয়েন্ট বিডিও তাপস ঘোষ, হরিরামপুর থানার এসআই জাহান্দারা আলম, এসআই শরৎচন্দ্র দাস, হরিরামপুর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল মজিদ সহ হরিরামপুরের সমস্ত মোয়াজ্জেম ও ইমামেরা।
এবিষয়ে হরিরামপুর ব্লকের যুগ্ম বিডিও তাপস ঘোষ জানিয়েছেন, আগামী ২২শে এপ্রিল ঈদ উৎসব রয়েছে। সেই ঈদ উৎসব যেন সুষ্ঠুভাবে আনন্দ সহকারে পার হয় সেই বিষয় নিয়ে মোয়াজ্জেম ও ইমামদেরকে নিয়ে আজকে বৈঠক করা হয়েছে।

