৫ দফা দাবিতে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি বুনিয়াদপুরেও করা হলো বাংলা বন্ধ।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে ৫ দফা দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের নলপুকুর এলাকায় বাংলা বন্ধকে সফল করতে এনএইচ ৫১২ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির সদস্যরা। উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরে সাতই এপ্রিল তিন আদিবাসী মহিলাকে এক কিলোমিটার পথ দন্ডি কাটানো হয়। এই ঘৃণ্য কাজে প্রতারকদের উপর অবিলম্বে আইনগত ব্যবস্থা নেবার দাবি ও মূল অভিযুক্তকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে এদিনের এই বাংলা বন্ধ। এছাড়াও আরো অন্যান্য দাবিগুলি হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক আমবাড়ি লোধাবাড়ি কলোনি, ভৈসপিটা পিয়ারী লাল টি কোম্পানি প্রাইভেট লিমিটেড নামক বন্ধ চা বাগানের কর্মহীন আদিবাসী শ্রমিকদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করতে হবে। অ-আদিবাসীদের উপর সমস্ত ফেক এসটি সার্টিফিকেট অবিলম্বে বাতিল করতে হবে। এবং ফেক এসটি সার্টিফিকেট ধারকদের উপর আইনি ব্যবস্থা নিতে হবে। সাঁওতালী শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকাঠামো গঠন করে সাঁওতালি পঠন পাঠন চালু করতে হবে। সাঁওতালি মিডিয়ামের ১৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়া সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে। আদিবাসীদের সংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা বন্ধ করতে হবে। যদি এ সমস্ত দাবি না মেনে নেওয়া হয় তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানিয়েছেন আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা।

এ বিষয়ে আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জনের সহ-সভাপতি বিভূতি টুডু জানিয়েছেন বালুরঘাটে তিন আদিবাসী মহিলার উপর দন্ডী কাটানো নিয়ে এক অমানবিক আচরণ করা হয়েছে এ বিষয়ে মূল অভিযুক্তকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। সহ আরো ৪ দফা দাবিতে আজকে আমরা গোটা রাজ্যের পাশাপাশি বুনিয়াদপুরের নলপুকুর এলাকায় এনএইচ ৫১২ নম্বর জাতীয় সড়ক আটক করে বাংলা বন্ধ সফল করছি। যদি আমাদের এই দাবিগুলি না মেনে নেওয়া হয় তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *