আজ তপন ব্লকের ১ নং রামপাড়া চেঁচড়া অঞ্চলের মধ্যে লক্ষীপুর সংসদ থেকে বিজেপি ও বামফ্রন্ট ছেড়ে ১২টা পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও উন্নয়নের শামিল হতে তৃণমূল কংগ্রেসের জয়েন করলেন। তাদের স্বাগত জানিয়ে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় #শ্রীগৌতমদাস মহাশয় সঙ্গে ছিলেন অঞ্চলের #চেয়ারম্যান #আনিকুলআলম অঞ্চল সভাপতি #বিভাসসরকার #যুব সভাপতি #সাইফুর_মিঞা(বিদ্যুৎ) সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।

