উল্লেখ্য প্রতি বছরে দুই বার বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমিলাশ বুথে অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে দুইটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ সে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে ও মাহে রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা হয়। মূলত মাহে রমজানে ২৪ টি রোজার মাথায় ক্লাবের পক্ষ থেকে এই ইফতার পার্টির আয়োজনে প্রায় ১৫০ জন রোযাদার মানুষজন সহ আরো অন্যান্য অতিথিরা ইফতার করেন। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার বংশীহারী ব্লকের সহ-সভাপতি গণেশ প্রসাদ এছাড়া উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক সভাপতি সুভাষ ভাওয়াল সহ আরো অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে সকলে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
এ বিষয়ে বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন খুবই ভালো একটি উদ্যোগ আমিশাল গ্রামের পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল আমরা সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। এরকম একটা অনুষ্ঠানে এসে উপস্থিত হতে পেরে ভীষণ ভালো লাগলো।
এই বিষয় ক্লাবের পরিচালক আব্দুল গনি ও আবুল কালাম জানিয়েছেন প্রতিবছরের মত এ বছরও আমরা অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে মাহে রমজানের মাসের এটি ইফতার পার্টির আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা।

