গঙ্গারামপুর,৯ এপ্রিল দক্ষিণ দিনাজপুর: জেলার হাসপাতাল গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। চৈত্রের দাবদহের স্বেচ্ছায় রক্তদান শিবিরে ক্যাম্প কমে গিয়েছে।এমন পরিস্থিতিতে এক প্যাকেট রক্ত আনতে রোগীর আত্মীয়দের রক্ত দিয়ে কখনো কখনো রক্ত জোগাড় করতে হচ্ছে। স্বাভাবিক ভাবে জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ঘাটতি পুরন করতে এবার এগিয়েছে জেলা পুলিশ। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা চত্বরে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করা হয়। এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে স্বেচ্ছায় রক্তদান শিবিরে সূচনা করেন মালদা রেঞ্জের ডিআইজি সুদীপ সরকার।
অনুষ্ঠানের শুরুতেই জেলা পুলিশ সুপারের নির্দেশে গঙ্গারামপুর থানা পুলিশের তরফে উপস্থিত ডিআইজি থেকে শুরু করে বাকি সকলকে বরণ করে নেওয়া হয়। পুলিশ প্রশাসন সূত্রের খবর, প্রতিমাসে বিভিন্ন থানা গুলিতে এমন রক্ত সংকট মিটারের জন্য জেলা পুলিশ নির্দেশে থানা গুলি এমন রক্তদান শিবির আয়োজন করেছে।গত মাসে কুসুমন্ডিতে এই মাসে গঙ্গারামপুর থানাতে রক্তদান শিবিরের আয়োজন করা হলো । এদিন প্রায় পুলিশ কর্মী,সিভিক ভলান্টিয়ার মিলিয়ে প্রায় ৭০জন স্বেচ্ছায় রক্তদান করেন।
জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন,গরমের সময় রক্তের একটা সংকট থাকে। এছাড়াও অনেক ক্ষেত্ররে পথ দুর্ঘটনায় আহত কিংবা মুমুর্শ রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয়। তাদের যাতে দিতে দেওয়া যায় সেদিকে নজর রেখে জেলার প্রতিটি থানাতে স্বেচ্ছায় রক্ত দানের আয়োজন করা হচ্ছে।গঙ্গারামপুর থানায় রক্তদান করা হল।
গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,মানুষের কথা ভেবে পুলিশ কর্মীরা যেভাবে স্বেচ্ছায় রক্তদান করলেন সত্যি এটা খুব ভালো বিষয়। গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র বলেন,রক্ত সংকট মেটানোর জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।পুলিশ প্রশাসনের এমন কাজকে ধন্যবাদ জানাই । অনুষ্ঠানে ডিআইজি মালদা রেঞ্জ সুদীপ সরকার ছাড়াও জেলা পুলিশ সুপার রাহুল দে,গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমথ,গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য,গঙ্গারামপুর পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র,গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা,গঙ্গারামপুর পুরসভার উপ পুরপ্রধান জয়ন্ত কুমার দাস,গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র,পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রায়,থানার টাউন অফিসার বিশ্বজিৎ বর্মন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

