বালুরঘাট, ৮ এপ্রিল ——–— দন্ডি বিতর্ক নিয়ে এবারে তৃণমূলের মহিলা নেত্রীর নামে লিখিত অভিযোগ দায়ের বিজেপির আদিবাসী সংগঠনের। শনিবার দুপুরে শতাধিক নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির নেতা কর্মীরা। যেখান থেকেই ওই মহিলা নেত্রীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এদিন এই আন্দোলনের প্রথম সারিতে হাজির হন বিজেপির এসটি মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন তপনের বিজেপির বিধায়ক বুধরাই টুডু, জেলা সভাপতি স্বরুপ চৌধুরী সহ অনান্য জেলা নেতৃত্বরা। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি কে ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায়। এদিন সেই বিক্ষোভ কর্মসূচির পরেই পুরো ঘটনা জানিয়ে তৃণমূলের ওই মহিলা নেত্রীর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জেলা পুলিশ সুপারের কাছে। আদিবাসী মহিলাদের সাথে কেন এমন বর্বোরোচিত ঘটনা ঘটিয়েছেন ওই মহিলা নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী ? যার জবাব চেয়ে রাজ্যজুড়ে আদিবাসী আন্দোলনের ডাক দিয়েছেন এসটি মোর্চার রাজ্য সভাপতি। এদিন বালুরঘাটে একটি সাংবাদিক বৈঠক করে জুয়েল মুর্মু জানিয়েছেন, আদিবাসী মহিলাদের দিয়ে রাতের অন্ধকারে দন্ডি কাটানোর ঘটনা কখনই বরদাস্ত করবে না আদিবাসী সমাজ। এই ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী কে গ্রেফতারের দাবিতে ৯ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের সমস্ত থানায় বিক্ষোভ অভিযান করা হবে। ১০ এপ্রিল অর্থাৎ সোমবার রাজ্যজুড়ে সমস্ত থানাতে আদিবাসী মোর্চা বিক্ষোভ অভিযান করবে। ওই একই দিনে অর্থাৎ ১০ এপ্রিল সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুরে উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। যাদের উপস্থিতিতে প্রথমে বালুরঘাটের হিলি মোড় থেকে একটি মিছিল জেলাশাসকের দপ্তর পর্যন্ত আসবে, তারপর একটি সভাও করবেন বিজেপির ওই দুই নেতা। পঞ্চায়েত ভোটের আগে জেলার আদিবাসীদের কাছে নিজেদের সংগঠনকে আরো শক্তিশালী করতে একাধিক রাজনৈতিক কার্যক্রমও নিতে যাচ্ছে বিজেপি। শনিবার বিকালে জেলা পার্টি অফিসে মালদার হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু এবং দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করেছেন

