তপন,৩১ মার্চ :
দুয়ারে পঞ্চায়েত নির্বাচন কড়া নাড়ছে। তার আগে জেলায় জেলায় জোড় কদমে চলছে দিদির দূত কর্মসূচি। দক্ষিণ দিনাজপুর জেলাও তার ব্যক্তিক্রম নয়। জেলার প্রতিটি অঞ্চলের পাশাপাশি এদিন তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচি শুরু হল। এদিন তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচি শুরু করার আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্শানী কালি মন্দির পুজো দেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার,তৃণমূল নেতা শংকর মন্ডল,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনাদি লাহিড়ি,জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমজাত মন্ডল,আজমাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা,অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রামপ্রসাদ রায়,ছাত্র নেতা অশোক প্রামানিক। এদিন নির্শানী মন্দিরে পুজো দেবার পর বুধইচ,অন্তসিমূল,মনোহলি গ্রাম পরিদর্শন করে মনোহলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র,আজমাতপুর হাইস্কুল পরিদর্শন করে যাবতীয় বিষয়ে খোঁজ নেন দিদির দূতেরা। দুপুরে গোপীনাথপুরে আহারের পর বিকেলে নয়াবাজারে পথসভা করা হয়।

