বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে রাতের অন্ধকারে এক অবসর প্রাপ্ত শিক্ষককের বাড়ি থেকে চুরি করে চম্পট দিল দুস্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ বিদেশ বিনোদন রবিবার রাজ্য

গঙ্গারামপুর,২৪ মার্চ : শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কালদিঘি বটতলা এলাকায়। চুরি অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার কালদিঘি বটতলার বাসিন্দা মকবুল হোসেন। তিনি অবসর প্রাপ্ত শিক্ষক। ধলদিঘিতে তাঁর আরো একটি বাড়ি রয়েছে। তাই কালদিঘির বটতলার বাড়িটি ভাড়া দিয়ে বর্তমানে ধলদিঘির বাড়িতে থাকেন। বৃহস্পতিবার মকবুল সাহেবের কালদিঘি বটতলার বাড়িতে ভাড়াটিয়ারা ছিলেন না। সেই সুযোগে দুস্কৃতীরা তালা ভেঙে বাড়িতে ঢুকে চুরি করে চম্পট দেয়। শুক্রবার সকাল হতে স্থানীয় মানুষজন দেখতে পান মকবুল সাহেব বাড়ির সদর দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ছুটে আসেন মকবুল সাহেব ও ভাড়াটিয়ারা। ঘরে ঢুকতে দেখতে পান ঘরের ভেতরে সমস্ত জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারি ভাঙা। এরপরেই তারা বুঝতে পারেন রাতের অন্ধকারে দুস্কৃতীরা চুরি করে চম্পট দিয়েছে। অভিযোগ টাকা সহ স্বর্নাংকার চুরি করেছে দুঙ্কৃতীরা।
জনবহুল এলাকা থেকে রাতে অন্ধকারে চুরির খবর চাউর হতে ব্যাপক শোরগোল পড়ে যায়। আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *