গঙ্গারামপুর,২০ মার্চ : ঝাড়খন্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দিতে হবে। সারনা ধর্মের কোড স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত দাবি সহ মোট ১০ দফা দাবিতে গঙ্গারামপুর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিল আদিবাসী সেঙ্গেল অভিযান। সোমবার ব্লক অফিসে ডেপুটেশন দেবার আগে বাসস্ট্যান্ড এলাকাতে মিছিল বের করা হয়। এরপর মিছিলটি ব্লক পাড়া পরিক্রমা করে বিডিও অফিসে হাজির হয়। সেখানে একাধিক দাবিতে সরব হয় আদিবাসী মানুষ। সেই সঙ্গে আদিবাসী সেঙ্গেল অভিযানের সাত জনের এক প্রতিনিধির দল বিডিওর কাছে গিয়ে স্মারক লিপি তুলে দেয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেয় আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি,সেঙ্গেল অভিযানের জেলা পারগনা বিক্রম মুর্মু গঙ্গারামপুর ব্লক সভাপতি তাঁতি টুডু,ব্লক পারগনা সর্দার মার্ডি প্রমুখ।

