বালুরঘাট, ২৬ অক্টোবর –— দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে চলন্ত সাইকেল থেকে পড়ে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য। মৃতের নাম মনোজ বেসরা (২৭)। বাড়ি কুমারগঞ্জ থানার ভোঁওর কুলি পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল চারটে নাগাদ সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মনোজ। কুমারগঞ্জ হাইস্কুলের সামনে আচমকাই তিনি সাইকেল থেকে পড়ে যান এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা খবর পেয়ে তড়িঘড়ি তাঁকে বরাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার বালুরঘাট পুলিশ মর্গে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে মৃত্যু কীভাবে ঘটল, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। তাঁদের দাবি, মনোজের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। হার্ট অ্যাটাক না কি অন্য কোনও রহস্য লুকিয়ে আছে, তা নিয়ে নানা জল্পনা। ঘটনার সঠিক কারণ জানতে কুমারগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

