মালদা:- গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালবনা গ্রামে নিরঞ্জন মন্ডলের ট্রাক্টরের টলি থেকে একটি হনুমানের মূর্তি উদ্ধার হয়েছে, উদ্ধার হওয়া মূর্তিটিকে পুলিশ থানায় নিয়ে যায়।
জানা যায়, নিরঞ্জন মন্ডল গতকাল রাতে বাগদীঘি পুকুর থেকে তার ট্রাক্টরের টলিতে করে মাটি বইছিলেন, সম্বভত সেই পুকুর থেকে জেসিপি দিয়ে মাটি কাটতে গিয়েই মূর্তিটি পাওয়া যায়।
পুলিশ মূর্তিটি উদ্ধার করে গাজোল থানায় নিয়ে যায়।

