তপনের রামপুর হঠাৎপাড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হরসুরা অঞ্চলের রামপুর হঠাৎপাড়া এলাকায়। বুধবার সকালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম বাচ্চু কোল(৩৫), বাড়ি তপন থানার রামপুর হঠাৎপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়িতে গলায় ফাঁস লাগায় ওই ব্যক্তি। বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তির সন্তান প্রতিবেশীদের ডেকে পাঠান। প্রতিবেশীরা দ্রুত গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। জানা গিয়েছে হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন ওই ব্যক্তিকে।
এদিকে বুধবার সকালে দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কেন এমন ঘটনা ঘটালেন ওই ব্যক্তি তা বলতে পারছেন স্থানীয়রা। পাশাপাশি ঘটনার কারণ নিয়ে ধন্দে পরিবার।
এদিকে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাজুড়ে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

