রাঙাপানিতে ট্রেনের ধাক্কায় আইনজীবীর মর্মান্তিক মৃত্যু,শোকস্তব্ধ শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

শিলিগুড়ি:-

সকালবেলায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।রাঙাপানি রেলস্টেশন সংলগ্ন ভতন জোট এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী অরুণ মিশ্র (৫৫)।তিনি শিলিগুড়ি মিলনপল্লীর বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে শহরের আদালতে প্র্যাকটিস করতেন।জানা গিয়েছে,তিনি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার সকালে আদালতে যাওয়ার কথা থাকলেও অরুণবাবু সোজা রাঙাপানির ওই এলাকায় চলে যান।কিছুক্ষণ পরই দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও রেল পুলিশ।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।অরুণবাবুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ির আইন মহলে।খবর শুনেই তাঁর সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।পরিবারের সদস্যরাও পৌঁছে শোকে ভেঙে পড়েন।বহু আইনজীবী জানান,তিনি ছিলেন শান্ত স্বভাবের এবং অভিজ্ঞ পেশাজীবী।দীর্ঘদিন ধরে আদালতের বিভিন্ন মামলায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি।রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান,এটি আত্মহত্যা হতে পারে।তবে কী কারণে এমন ঘটনা ঘটল,তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আইনজীবীর এই অকাল মৃত্যুতে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন গভীর শোকপ্রকাশ করেছে।সহকর্মীদের দাবি,ব্যক্তিগত কোনো কারণে মানসিক চাপে ছিলেন কি না,তা খতিয়ে দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *