রেলের টিকিটে দালালরাজ ও দশমীর কার্নিভালের স্থান পরিবর্তনের দাবিতে উত্তাল বালুরঘাট, রাস্তায় নেমে বিক্ষোভ জেলা কংগ্রেসের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ১৫ সেপ্টেম্বর ——-রেলের টিকিট কাউন্টারে দালালদের দাপট ও জেলা হাসপাতালের গা ঘেঁষে দশমীর কার্নিভাল আয়োজনের প্রতিবাদে রাস্তায় নামল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস। সোমবার দুপুরে শতাধিক কংগ্রেস নেতা-কর্মী দলীয় পতাকা হাতে বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিক্ষোভ মিছিল করেন। পরে জেলাশাসকের দফতরের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে স্মারকলিপি জমা দেন তারা।

কংগ্রেসের অভিযোগ, রেলের টিকিট কাউন্টার দীর্ঘদিন ধরে দালাল ও কালোবাজারিদের কবলে। যে কারনে অনলাইনে কিংবা কাউন্টার থেকে টিকিট কাটা সাধারণ যাত্রীদের কাছে হয়ে দাঁড়াচ্ছে দুঃসাধ্য। অথচ প্রশাসন সবকিছু জেনেও নির্বিকার। জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব বলেন, “মানুষের মৌলিক অধিকারের সঙ্গে এভাবে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না। দালালচক্রকে রুখতে হবে। নচেৎ বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।”

একই সঙ্গে এদিন দশমীর কার্নিভাল হাসপাতালের পাশে আয়োজনের বিরোধিতায় সরব হয় কংগ্রেস। গোপালবাবুর বক্তব্য, “আমরা উৎসবের বিরোধী নই। তবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পটকা, ডিজে বাজনা—এটা রোগী-পরিজনের প্রতি চরম অবিচার। তাই প্রশাসনকে বিকল্প স্থান নির্ধারণ করতেই হবে।”

এদিন বিকেলে যে আন্দোলনের আঁচে উত্তপ্ত হয়ে ওঠে বালুরঘাটের রাজনৈতিক পরিবেশ। কংগ্রেসের দাবি, মানুষের স্বার্থে আন্দোলন আরও জোরদার হবে। এখন নজর, প্রশাসন এই দাবির জবাব কীভাবে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *