কালিয়াগঞ্জ ব্লকের মোস্তফানগর অঞ্চলের ডুমনি শ্মশান সংস্কারের দাবিতে কালিয়াগঞ্জ-দূর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। বুধবার দুপুরে শ্মশান সংলগ্ন বড়পুল সেতুর সামনে এই অবরোধ শুরু হয়। অরাজনৈতিক ব্যানারে হলেও এই পথ অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সম্পাদক গৌরাঙ্গ দাস। এছাড়াও হরিগোপাল রায়, অসীম সরকার, বাসু পালের মতো এলাকার একদল বাসিন্দা এই পথ অবরোধে সামিল হয়েছিল। ঘন্টা খানেক বাদেই পুলিশ পৌঁছে আলোচনা সাপেক্ষে এই অবরোধ তুলে দেয়।
মোস্তফানগর অঞ্চলের হাঁট কালিয়াগঞ্জ ও কুনোর হাঁটের মাঝে রাজ্য সড়কের ধারে অবস্থিত ডুমনি শ্মশানের হাল অত্যন্তই খারাপ। রাজ্য সড়ক থেকে নেমে শ্মশান পর্যন্ত যাতায়াতের রাস্তা অত্যন্ত সংকীর্ণ। শ্মশানের চালা ফুটো ফাটা ও আলোর ব্যবস্হা নেই। ফলে, শবদাহ করতে গিয়ে চুড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ পথ অবরোধের সামিল বাসিন্দাদের। এই অভিযোগ প্রসঙ্গে, মোস্তফানগর অঞ্চলের তৃণমূলী প্রধান গোলাম মোস্তাক বলেন, ডুমনি শ্মশান সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।

