তপন: ঘটনায় আহত একাধিক ছাত্র। সোমবার বেলা আনুমানিক সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের দাড়ালহাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাড়ালহাট এলাকার একটি স্কুল ভ্যান ছিল সেটি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, রাস্তার উপর মাটি ফেলা ছিল, অন্য গাড়িকে সাইড দেওয়ার সময় রাস্তার উপর মাটির ঢিবিতে একটি চাকা উঠে যায়, এরপর উল্টে যায় ছাত্র বোঝাই স্কুল ভ্যানটি। এদিকে আহত পড়ুয়াদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ। গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছে তপন থানার পুলিশ।

