উদ্দেশ্য ছিল কোন অপরাধমূলক কাজ করার, তবে তা সংগঠিত করার আগেই পুলিশের জালে ধরা পরলো কুখ্যাত দুষ্কৃতি সূর্য রায়। ধৃত যুবক এনজেপি সংলগ্ন শান্তিপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সূর্য রায় এনজেপি থানা সংলগ্ন মোড় বাজার এলাকায় একটি দেশি পিস্তল নিয়ে কোন অসৎ কাজের উদ্দেশ্যে ঘোরাফেরা করছে।সেইমতো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ মোড়বাজার এলাকায় অভিযান চালিয়ে সেই যুবকটি গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ। পুলিশ সূত্রে আরোও জানা গেছে ওই যুবক একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে শিলিগুড়ি সহ অন্যান্য বিভিন্ন থানায়। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।।

