প্রবল বৃষ্টিতে সীমানা প্রাচীর ভেঙে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
শিলিগুড়ি:-
শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গির পাঘালুপাড়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা।মঙ্গলবার ভোরে প্রবল বর্ষণের মধ্যে পাশের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে চাপা পড়ে মৃ*ত্যু হয়েছে দুই শিশুর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃত দুই ভাইবোনের মধ্যে এক জনের বয়স মাত্র তিন বছর,অন্যজন দেড় বছর।প্রবল বৃষ্টির ফলে মাটি নরম হয়ে গেলে পাশের বাড়ির সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে তাদের ঘরের ওপর আছড়ে পড়ে।ঘটনাস্থলেই দু’জনের মৃ*ত্যু হয়।ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং পরে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।প্রবল বর্ষণে শিলিগুড়ি ও আশপাশের এলাকায় ইতিমধ্যেই জল জমে বহু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে।প্রশাসন সতর্কতা জারি করেছে এবং দুর্বল কাঠামো ও পুরনো প্রাচীরের কাছাকাছি বসবাসকারীদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

