শনিবার বিকেলে তপন চৌরঙ্গীতে এই কর্মসূচি করা হয় সারা ভারত কৃষক সভার তরফে। এদিন প্রথমে একটি মিছিল বের করা হয় সারা ভারত কৃষক সভার তরফে, যে মিছিলটি তপন চৌরঙ্গী হয়ে তপন বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এরপর তপন চৌরঙ্গীতে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের নেতৃত্বরা। জানা যায় বর্তমানে আলু এবং সরিষার বাজর মূল্য অত্যন্ত কম। এই ফসল গুলির নায্য মূল্যের দাবিতে, ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে, এবং গতকাল শুক্রবার sfi এর মিছিলে পুলিশি আক্রমণের প্রতিবাদ সহ আরও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এদিনের এই কর্মসূচি সারা ভারত কৃষক সভার। যেখানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সহ-সভাপতি প্রসন্ন বসাক, নেতৃত্ব ইসাহাক মন্ডল, অনন্ত মন্ডল, অলোক কুমার দাস, আসারু মিঞা, শিবনাথ ভুইমালী, সুভাষ মন্ডল, মাকরা রায়, দিলীপ বিশ্বাস সহ অন্যান্যরা।

