জলপাইগুড়ি:-অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১০টি দোকান। রবিবার দুপুর নাগাদ অগ্নিকাণ্ড ঘটে জলপাইগুড়ি জেলার, ফুলবাড়ি সংলগ্ন গজলডোবা ক্যানাল রোডে পারমুন্ডা মোড়ে। রাস্তার এক পাশে সারিবদ্ধ থাকা দোকানগুলি পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ ও ফুলবাড়ি এবং শিলিগুড়ি দমকল কেন্দ্রে থেকে দুইটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া দোকান গুলির মধ্যে মুদিখানা, স্টেশনারি, চায়ের দোকান, বাইকের গ্যারেজ, সোনার দোকান সহ বিভিন্ন দোকান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরের দিকে প্রথমে একটি মুরগির মাংসের দোকানে আগুন লাগে। এরপর দোকানগুলিতে একে একে আগুন ধরে যায়। তবে কি কারনে আগুন লাগে তা সঠিকভাবে কেউ বলতে পারছেন না। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায় বলেন, আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা প্রশাসন খতিয়ে দেখবে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাধ্যমত সাহায্য করা হবে।
ভিস বাইট👇

