শরিকি জমি বিবাদকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জখম বেশকয়েজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নয়াহাট এলাকায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে।
জানা গিয়েছে মফিজউদ্দিন এর সাথে কফিলউদ্দিন এর দীর্ঘদিন ধরে শরিকি জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে একাধিক বার শালিসিসভা হলে বিবাদ মেটেনি। শনিবার সকালে কফিলউদ্দিনের পরিবারের লোকজন সেই জমিতে বাড়ি বানাতে গেলে মফিজউদ্দিনের পরিবারের লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা দুই পক্ষের মধ্যে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়। জখমদের উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে একজনের অবস্থায় আশঙ্কা জনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। দুই পক্ষকেই নিজের জমি বলে দাবি করেন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

