শিলিগুড়ি:-। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শৈলশহরে।ফের একবার প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা।বারবার পর্যটকের মৃত্যু হওয়ায় উদ্বিগ্ন পর্যটনমহল।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম অঙ্কিতা ঘোষ (২৮)।তিনি উত্তর ২৪পরগনার দমদমের অশোকনগরের মুকুন্দ দাস রোডের বাসিন্দা।দু দিন আগে তিনি বন্ধু-বান্ধবীদের সঙ্গে পাহাড়ে বেড়াতে যান।দার্জিলিং থেকে মানেভঞ্জন হয়ে তাঁরা সান্দাকফু গিয়েছিলেন।সেখান থেকে মঙ্গলবার ফিরে এসে রাতে টুংলিংয়ে ছিলেন।এদিন রাতে খেয়ে ঘুমোতে গিয়েছিলেন অঙ্কিতা।এরপর মধ্যরাতে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন।বন্ধুরা তাঁকে নিয়ে আসেন সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে রেফার করেন।সেখানে নিয়ে যাওয়া হলে অঙ্কিতাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক

