কোচবিহার :———————-— মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে বহির্বিভাগে চুরির ঘটনায় চাঞ্চল্য।খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার আইসি সহ পুলিশ কর্মীরা।হাসপাতাল সূত্রে খবর বেশ কয়েকটি ঘরের দরজার তালার লক ভাঙ্গা অবস্থায় রয়েছে এবং টিকিট ঘরের একটি মনিটর চুরি হয়েছে এবং বহির্বিভাগে থাকা সিসিটিভি ক্যামেরা নিচে নামিয়ে দেওয়া হয়েছে।মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানান মাথাভাঙ্গা হাসম্পতালের সুপার মাসুদ হাসান।

