মাথাভাঙ্গা:————–——মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে বহির্বিভাগে হাতের ব্যথা নিয়ে এক্সরে রিপোর্ট দেখাতে গিয়েছিলেন মহাদেব বর্মন নামে এক ব্যক্তি ।রিপোর্ট দেখে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক রোগীকে জানায় হাতে ফাটল ধরেছে প্লাস্টার করাতে হবে।নিজে থেকে একজন মহিলাকে ডেকে রোগীর সাথে কথা বলিয়ে দেন,রোগীর কাছে ৫ হাজার টাকা দাবি করে ওই মহিলা এমনটা অভিযোগ। এরপর ওই রোগী বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ হাসপাতালেই প্লাস্টার করানোর কথা বলেন। এরপর হাসপাতালে প্লাস্টার করাতে গেলে সেখান থেকে চিকিৎসককে ফোন করলে ফের রোগীকে চিকিৎসকের কাছে ফেরত পাঠানো হয়। এরপর প্লাস্টার করতে হবে না বলে জানায় সেই চিকিৎসক।এরপর মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের রোগীর। ওই চিকিৎসক জানায় যে প্লাস্টার করা প্রয়োজন সেটা হাসপাতালে হয়না তাই বাইরে থেকে করাতে বলেছি।আমি কাউকে ডাকি নি।হাসপাতালে যেহেতু হয়না তাই বাইরে থেকে করাতে হবে বলেছি দাম জিজ্ঞেস করায় আমি বাইরে জিজ্ঞেস করতে বলেছি ।এছাড়া আর কিছুই যায় উনি রাগ দেখিয়ে বেরিয়ে যান।হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

