ট্যাব কান্ডে আরও তিন জনকে গ্রেফতার করলো চোপড়া পুলিশের সহযোগিতায় হুগলি ও রানাঘাট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানাগিয়েছে যে, রানাঘাট থানার পুলিশ ধৃত জাহাঙ্গীর আলমকে রাতেই নিয়ে যায়।ফারুক আলম,ও গুলজার আলি কে হুগলি পুলিশ আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে।ধৃতরা তিন জনই চোপড়ার সোনাপুর,দাসপাড়া ও ঘীরনিগাও গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা।

