বালুরঘাট, ৪মার্চ ––– জিবি মিটিং ঘিরে দিনভর উত্তাল বালুরঘাট ল’কলেজ । খোদ মন্ত্রীকে ঘিরেই এবারে গোব্যাক স্লোগান তৃণমূল ছাত্র পরিষদের। শনিবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট ল কলেজে। রীতিমতো ব্যানার ফ্লেক্স বানিয়েই মন্ত্রীকে ঘিরে কলেজে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রছাত্রীরা । এদিন যে পরিস্থিতি সামাল দিতে কিছুটা বেগ পেতে হয়েছে আইসি শান্তিনাথ পাজা সহ বালুরঘাট থানার পুলিশকে। জানা যায়, বেশকিছুদিন ধরেই বালুরঘাট ল কলেজে একটা অরাজকতা ও অস্থিরিতা পরিস্থিতি তৈরি হয়েছিল। যার জেরে একপ্রকার লাটে উঠবার জোগাড় হয়ে দাড়িয়েছিল ওই কলেজের পঠন পাঠন। শুধু তাই নয়, সিসিটিভি অকেজো করে দিয়ে কলেজ চত্বরে চলছিল দেদার অসামাজিক কাজও। কলেজের গভর্নিং বডির দায়ীত্ব পেতেই যে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন ল’কলেজের জিবি মিটিং এর খবর পেতেই তার বিরোধীতায় নামে একদল ছাত্র। যাদের পক্ষ অবলম্বন না করায় কিছু ছাত্র ছাত্রীকে এদিন লাঠি ও ব্যাট দিয়ে তারা পেটায়ও বলে অভিযোগ। যাদের গো ব্যাক শ্লোগানের মধ্যদিয়েই কলেজে প্রবেশ করে মিটিং সারেন মন্ত্রী বিপ্লব মিত্র। আর যারপরেই এসব নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেন মন্ত্রী। শুধু তাই নয়, এদিনের মিটিং শেষে গোটা কলেজ চত্বর সিসিটিভিতে মুড়িয়ে ফেলার নির্দেশও দিয়েছেন তিনি।

