আলিপুরদুয়ার :———————— চা বাগানে কাজ শুরু করার পূর্বে চা বাগানে পটাকা ফাটিয়ে তারপর কাজ শুরু হচ্ছে। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগানের ঘটনা।
লাগাতার লেপর্ডের আক্রমণে আতঙ্কিত ভাতখাওয়া চা বাগানের শ্রমিকরা। সারা বছর ই এই ভাতখাওয়া চা বাগানে লেপার্ড দেখা যায় বলে দাবি শ্রমিকদের সম্পতি বাগানে এক মহিলা চা শ্রমিককে লেপার্ড থাবা বসিয়েছে। বাগানের শ্রমিকদের দাবি বাগানের বিভিন্ন সেকশনে লেপার্ড শাবক নিয়ে ঘুড়ে বেড়াচ্ছে। এখন ওবধি প্রায় পাঁচ জন জখম হয়েছে লেপার্ডের হানায়।
লেপার্ডের হানায় আতঙ্কিত বাগানের শ্রমিকরা। তাই বাগানে কাজ করার পূর্বে পটাকা ফাটাচ্ছে শ্রমিকরা যাহাতে লেপার্ড আশেপাশে থাকলে পটাকার শব্দে চলে যায়।
ওপরদিকে বাগানে ক্রেজ হাউস যেখানে কর্মরত শ্রমিকদের শিশু থাকে সেখানে লক্ষ্য করা গেল শিশুদের দেখভাল করার দায়িত্বে থাকা আয়া মাসিরা লাঠি হাতে পাহাড়া দিচ্ছে তারা জানান আমরা ভয়ে আছি কেননা বাগানে সর্বত্র লেপার্ড আছে আর ক্রেজ হাউসে পনেরো থেকে ষোলো শিশু আছে তাদেরকে রক্ষা করা দেখভাল করার দায়িত্ব আমাদের। তাই লাঠি হাতে আমরা পাহাড়া দিচ্ছি।
ভাতখাওয়া চা বাগানের সহকারি ম্যানেজার বিশ্বজিৎ ব্যানার্জি জানান বন্যপ্রাণ রক্ষা করা যেমন আমাদের সবার কর্তব্য তেমনি চা শ্রমিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব তাই আমাদের থেকে যা করণীয় করছি। শ্রমিকদের পটাকা দেওয়া হচ্ছে যাতে কাজ শুরু করার পূর্বে পটাকা ফাটানো হয় এলাকায় এছাড়া চা বাগানে যেই সেকশনে কাজ হচ্ছে সেখানে চৌকিদার দের দিয়ে পাহাড়া দেওয়া হচ্ছে।

